মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনে বশেফমুবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রী প্রভা জানুয়ারি থেকে ডিম উৎপাদন স্থগিতের হুঁশিয়ারি পোল্ট্রি খামারিদের দুই দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা মৌলভীবাজারে বগি রেখে চলে গেল ট্রেন বড় মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে বিয়ে করলেন জাকারিয়া বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান মানবাধিকার বাস্তবায়নে বশেফমুবিপ্রবির ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন হাসিনা ও রেহানার ক্যাশিয়ারদের বিষয়ে জানালেন আইন উপদেষ্টা বাজারে নতুন আলু আসলে কমবে দাম: বাণিজ্য উপদেষ্টা বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ভারত পালিয়ে গিয়ে ধর্ষণ, ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার ইইউ ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় আনার অনুরোধে প্রধান উপদেষ্টা ইউনূস জানুয়ারির মধ্যেই প্রাথমিকের বই বিতরণ শুরু শ্রমিক লীগ নেতা খাসজমি বিক্রি করে আশ্রয়ণের ঘরে বসবাস বিশ্বজুড়ে স্বৈরাচারের পতনের নতুন যুগ ৫ টাকার জন্য সংঘর্ষে দুই গ্রামের আহত অর্ধশতাধিক সিরিয়ার ক্ষমতা এখন কার হাতে যাবে ?

ভারত থেকে ২০০ বগি কেনার চুক্তি করল রেল

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ১০:৫৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৬:৫৮:২০ পূর্বাহ্ন
ভারত থেকে ২০০ বগি কেনার চুক্তি করল রেল
বাংলাদেশ রেলওয়ে ভারতীয় প্রতিষ্ঠান রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস (আরইটিইএস) থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী বগি সংগ্রহের জন্য চুক্তি করেছে। সোমবার রেলভবনের যমুনা মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ২০ মাস পর থেকে বগি সরবরাহ শুরু হবে এবং এটি ৩৬ মাস পর্যন্ত চলবে।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম এই অনুষ্ঠানে বলেন, “আমাদের ক্যারেজের অভাব রয়েছে। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আগামী দুই মাসের মধ্যে যদি দুই সেট ক্যারেজ সরবরাহ করা যায়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে।”

রেল সচিব হুমায়ুন কবীর বলেন, “দক্ষিণাঞ্চলে রেল সংযোগ স্থাপনের ফলে এসব নতুন বগি রেল যোগাযোগকে ত্বরান্বিত করবে।” রেলওয়ে মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, “এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে রেল সংযোগ স্থাপন ও যাত্রীসেবা উন্নত হবে।”

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,২৯৮.৫৮ কোটি টাকা। প্রতিটি বগির দাম পড়বে ৬.৪৯ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) যৌথভাবে প্রকল্পটি অর্থায়ন করছে। প্রথমে ইআইবি ম্যাটিরিয়াল চার্জ হিসেবে অর্থ প্রদান করবে এবং বগিগুলো খালাসের জন্য ৩৫ শতাংশ খরচ বহন করবে বাংলাদেশ সরকার।

বগিগুলো স্টেইনলেস স্টিলের এবং দ্রুত গতি সম্পন্ন হবে। এসি, অটোমেটিক এয়ার ব্রেক ও পরিবেশবান্ধব সুবিধা থাকবে। এগুলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে যুক্ত করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরইটিইএসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিত্তাল, ভারতীয় রেলওয়ের প্রোডাকশন ইউনিটের অতিরিক্ত সদস্য সঞ্জয় কুমার পংকজ এবং ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেভেলপমেন্ট মিচেল ক্রেজা।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ