বাংলাদেশ রেলওয়ে ভারতীয় প্রতিষ্ঠান রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস (আরইটিইএস) থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী বগি সংগ্রহের জন্য চুক্তি করেছে। সোমবার রেলভবনের যমুনা মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ২০ মাস পর থেকে বগি সরবরাহ শুরু হবে এবং এটি ৩৬ মাস পর্যন্ত চলবে।
রেলমন্ত্রী জিল্লুল হাকিম এই অনুষ্ঠানে বলেন, “আমাদের ক্যারেজের অভাব রয়েছে। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আগামী দুই মাসের মধ্যে যদি দুই সেট ক্যারেজ সরবরাহ করা যায়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে।”
রেল সচিব হুমায়ুন কবীর বলেন, “দক্ষিণাঞ্চলে রেল সংযোগ স্থাপনের ফলে এসব নতুন বগি রেল যোগাযোগকে ত্বরান্বিত করবে।” রেলওয়ে মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, “এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে রেল সংযোগ স্থাপন ও যাত্রীসেবা উন্নত হবে।”
প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,২৯৮.৫৮ কোটি টাকা। প্রতিটি বগির দাম পড়বে ৬.৪৯ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) যৌথভাবে প্রকল্পটি অর্থায়ন করছে। প্রথমে ইআইবি ম্যাটিরিয়াল চার্জ হিসেবে অর্থ প্রদান করবে এবং বগিগুলো খালাসের জন্য ৩৫ শতাংশ খরচ বহন করবে বাংলাদেশ সরকার।
বগিগুলো স্টেইনলেস স্টিলের এবং দ্রুত গতি সম্পন্ন হবে। এসি, অটোমেটিক এয়ার ব্রেক ও পরিবেশবান্ধব সুবিধা থাকবে। এগুলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে যুক্ত করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরইটিইএসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিত্তাল, ভারতীয় রেলওয়ের প্রোডাকশন ইউনিটের অতিরিক্ত সদস্য সঞ্জয় কুমার পংকজ এবং ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেভেলপমেন্ট মিচেল ক্রেজা।
রেলমন্ত্রী জিল্লুল হাকিম এই অনুষ্ঠানে বলেন, “আমাদের ক্যারেজের অভাব রয়েছে। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আগামী দুই মাসের মধ্যে যদি দুই সেট ক্যারেজ সরবরাহ করা যায়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে।”
রেল সচিব হুমায়ুন কবীর বলেন, “দক্ষিণাঞ্চলে রেল সংযোগ স্থাপনের ফলে এসব নতুন বগি রেল যোগাযোগকে ত্বরান্বিত করবে।” রেলওয়ে মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, “এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে রেল সংযোগ স্থাপন ও যাত্রীসেবা উন্নত হবে।”
প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,২৯৮.৫৮ কোটি টাকা। প্রতিটি বগির দাম পড়বে ৬.৪৯ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) যৌথভাবে প্রকল্পটি অর্থায়ন করছে। প্রথমে ইআইবি ম্যাটিরিয়াল চার্জ হিসেবে অর্থ প্রদান করবে এবং বগিগুলো খালাসের জন্য ৩৫ শতাংশ খরচ বহন করবে বাংলাদেশ সরকার।
বগিগুলো স্টেইনলেস স্টিলের এবং দ্রুত গতি সম্পন্ন হবে। এসি, অটোমেটিক এয়ার ব্রেক ও পরিবেশবান্ধব সুবিধা থাকবে। এগুলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে যুক্ত করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরইটিইএসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিত্তাল, ভারতীয় রেলওয়ের প্রোডাকশন ইউনিটের অতিরিক্ত সদস্য সঞ্জয় কুমার পংকজ এবং ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেভেলপমেন্ট মিচেল ক্রেজা।