সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনে বশেফমুবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রী প্রভা জানুয়ারি থেকে ডিম উৎপাদন স্থগিতের হুঁশিয়ারি পোল্ট্রি খামারিদের দুই দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা মৌলভীবাজারে বগি রেখে চলে গেল ট্রেন বড় মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে বিয়ে করলেন জাকারিয়া বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান মানবাধিকার বাস্তবায়নে বশেফমুবিপ্রবির ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন হাসিনা ও রেহানার ক্যাশিয়ারদের বিষয়ে জানালেন আইন উপদেষ্টা বাজারে নতুন আলু আসলে কমবে দাম: বাণিজ্য উপদেষ্টা বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ভারত পালিয়ে গিয়ে ধর্ষণ, ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার ইইউ ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় আনার অনুরোধে প্রধান উপদেষ্টা ইউনূস জানুয়ারির মধ্যেই প্রাথমিকের বই বিতরণ শুরু শ্রমিক লীগ নেতা খাসজমি বিক্রি করে আশ্রয়ণের ঘরে বসবাস বিশ্বজুড়ে স্বৈরাচারের পতনের নতুন যুগ ৫ টাকার জন্য সংঘর্ষে দুই গ্রামের আহত অর্ধশতাধিক সিরিয়ার ক্ষমতা এখন কার হাতে যাবে ?

গণমাধ্যমের আদ্যোপান্ত

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৪ ১২:৫৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৪ ১২:৫৫:৪২ পূর্বাহ্ন
গণমাধ্যমের আদ্যোপান্ত

ওমায়ের আহমেদ শাওন (লেখক, কলামিস্ট গণমাধ্যম বিশ্লেষক)

গণমাধ্যম মূলত, জনগনকে প্রভাবিত করার বড় শক্তি। জনগণের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমকেই আমরা গণমাধ্যম হিসেবে জানি। একে-অপরকে বার্তা পৌঁছে দেওয়া, খবরাখবর নেওয়া সহ দেশ, সমাজ, শিল্প-সংষ্কৃতির প্রতিফলন গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশ পায়। গণমাধ্যম বা মিডিয়া সাধারনত দুই প্রকার। যেমন- . ইলেকট্রনিক মিডিয়া . প্রিন্ট মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে রেডিও, টেলিভিশন, নাটক-চলচ্চিত্র প্রভৃতি মূখ্য গণমাধ্যম এবং মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া গৌণ গণমাধ্যম হিসেবে বিবেচিত। অপরদিকে সংবাদপত্র ম্যাগাজিন মূখ্য গণমাধ্যম।

কথায় আছে, যা অক্সিজেনের ন্যায় নিরপেক্ষ, জলের ন্যায় সর্বত্রগামী এবং আলোর ন্যায় দ্রুতি সম্পন্ন সেটাই গণমাধ্যম। প্রকৃত গণমাধ্যম সত্য, বস্তুনিষ্ট এবং মানুষের কল্যানে নিবেদিত। সে গণমাধ্যম দলমত নির্বেশেষে সার্বজনীন ভাবে কাজ করে যায়। মানুষের জীবনযাত্রা, প্রকৃতি-পরিবেশ প্রভৃতি সকল কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়। গণমাধ্যমে ভালো-মন্দ দুটোই বিস্তার লাভ করে। সৎ এবং অসৎ দুটো উদ্দেশ্যেই গণমাধ্যম আত্মপ্রকাশ করতে পারে। সে ব্যাপারে জনগণ খুব সহজেই তা অনুধাবন করতে পারে।

চলমান বিশ্বের নানান বিচিত্র ঘটনা, যুদ্ধ, রাজনীতি, আবিষ্কার, উদ্যোগ, সামাজিক অসামাজিক কর্মকান্ড গণমাধ্যমের জন্যই জানতে পারি। শিক্ষা বিস্তার জনমত গঠনে গণমাধ্যম প্রধান ভূমিকা পালন করে থাকে। এর পাশাপাশি জনগণের বিভ্রান্তি দূরীকরণ, জনগনের মতামতকে প্রতিষ্ঠা, জনগনকে সচেতন আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার প্রচেষ্টা করে থাকে। কিন্তু গণমাধ্যম যদি কুসংষ্কার, ধর্মবিদ্বেষ, উগ্রতা-হিংস্রতা, অশ্লীলতা, নগ্নতা-নোংরামো ইত্যাদি সরাসরি অথবা কৌশলে প্রোমোট করে তাহলে মানুষের অভিরূচি মনোভাবে তা মারাত্মক ভাবে তার প্রভাব ফেলে। সে বিরূপ প্রভাব জাতি-সমাজ-বিশ্বের নীতি, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, মনুষ্যত্বকে বিঘ্নিত করে। ধর্ম সংষ্কৃতি ব্যতিত কোন জাতি বেঁচে থাকতে পারে না। বিভিন্ন দেশ জাতির কৃষ্টি-কালচার, আচার-আচরনের সচিত্র বর্ণনা প্রচারের মহৎ কাজটি করে জনগণের জনপ্রিয়তা অর্জন করতে হয়। কিন্তু মিথ্যাচার কল্প-কাহিনী, গুজব, বানোয়াট এবং আজগুবি উদ্ভট ঘটনা প্রচারের ফলে গণমাধ্যম ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার পেলেও বাস্তবিক পক্ষে গ্রহনযোগ্যতা হারায়। যেখানে জাতি গঠনে কাংখিত অবদান রাখা উচিত সেখানে রাজনীতির প্রকোপে মানুষের মাঝে বিভাজন তৈরী করে ফেলে। এজন্য সমাজ দেশ তথা বিশ্বের জন্য গ্রহনযোগ্য, নিরপেক্ষ এবং সার্বজনীন গণমাধ্যম অধিক পরিমাণে অতিব জরুরী।


 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ