সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনে বশেফমুবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রী প্রভা জানুয়ারি থেকে ডিম উৎপাদন স্থগিতের হুঁশিয়ারি পোল্ট্রি খামারিদের দুই দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা মৌলভীবাজারে বগি রেখে চলে গেল ট্রেন বড় মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে বিয়ে করলেন জাকারিয়া বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান মানবাধিকার বাস্তবায়নে বশেফমুবিপ্রবির ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন হাসিনা ও রেহানার ক্যাশিয়ারদের বিষয়ে জানালেন আইন উপদেষ্টা বাজারে নতুন আলু আসলে কমবে দাম: বাণিজ্য উপদেষ্টা বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ভারত পালিয়ে গিয়ে ধর্ষণ, ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার ইইউ ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় আনার অনুরোধে প্রধান উপদেষ্টা ইউনূস জানুয়ারির মধ্যেই প্রাথমিকের বই বিতরণ শুরু শ্রমিক লীগ নেতা খাসজমি বিক্রি করে আশ্রয়ণের ঘরে বসবাস বিশ্বজুড়ে স্বৈরাচারের পতনের নতুন যুগ ৫ টাকার জন্য সংঘর্ষে দুই গ্রামের আহত অর্ধশতাধিক সিরিয়ার ক্ষমতা এখন কার হাতে যাবে ?

আলু চাষে খরচ বাড়লেও নির্ধারিত দাম পাচ্ছেন না কৃষকরা

  • আপলোড সময় : ২২-০৩-২০২৪ ১১:৪৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৪ ০১:৩১:০৯ অপরাহ্ন
আলু চাষে খরচ বাড়লেও নির্ধারিত দাম পাচ্ছেন না কৃষকরা
আশঙ্কাজনক হারে বেড়েছে সার ও কীটনাশকসহ দিনমজুরের খরচ। এর ফলে বেড়েছে আলুর উৎপাদন ব্যয়। যার কারনে খোদ কৃষকরাই সরকার নির্ধারিত দামে বাজারে বিক্রি করতে পারছেন না । অন্যদিকে উৎপাদনও কমেছে আবহাওয়ার কারণে। এ কারণে আগামীতে সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় হিমাগার মালিকরা।
 
আলু বাংলাদেশে এককভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত সবজি। ধনী থেকে গরীব, সব শ্রেণির রসনা-বিলাসেই যা একরকম অপরিহার্য উপাদান। এমনকী তুলনামূলক কম দামের কারণে কেউ কেউ বলে থাকেন সর্বজনীন খাদ্য। কিন্তু বিগত কয়েক বছর ধরে তা নিয়েও চলছে নানা তালবাহানা।
 
এ ব্যাপারে এক ক্রেতা বলেন, আমরা তো ভুক্তভোগী। আমাদের কিছু করার নেই। বাজারে যে দাম থাকে সেই দামে কিনতে হবে। আমাদের তো খেতে হবে। 
 
অন্য এক ক্রেতা বলেন, সরকারের উদ্যোগ আছে। কিন্তু থাকলে কি হবে, মনে হয় কোথাও কোনো জটিলতা রয়েছে। এ কারণে সম্ভব হচ্ছে না।
 
মাত্র কয়েক মাস আগেও প্রতি কেজি আলুর জন্য ৮০ টাকা গুণতে হয়েছে ভোক্তাকে। এমনকি চলতি মৌসুমে রেকর্ড উৎপাদনের পরও বিক্রি হয়েছে অতীতের থেকে বেশি দামে। এমন অবস্থায় উৎপাদন খরচ হিসাব করে খুচরা পর্যায়ে সর্বোচ্চ ২৮ টাকা নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু বাজার থেকে দেড়গুণ বেশি দামে কিনতে হচ্ছে।
 
এক পাইকার বলেন, ব্যাপারীরা কম দামে কিনতে পারে না সেখান থেকে। কিনতে না পারলে আমাদের রেট দেয় যে, এই দামে কেনা। সুবিধা হলে বিক্রি করব, না হলে নাই।
 
এদিকে কৃষকরা বলছেন, গত বছরের তুলনায় সারসহ নানা কীটনাশকের দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে উৎপাদন ব্যয়ে। সেই সঙ্গে আবহাওয়ার কারণে উৎপাদন ব্যহত হয়েছে।
 
গেল বছর এক কোটি চার লাখ টন আলু উৎপাদন হয়। বিপরীতে চাহিদা ছিলো ৮৫ লাখ টন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ