বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) মঙ্গলবার দুপুরে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে উপাচার্যের সভাকক্ষে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।
সেবাপ্রদান প্রতিশ্রুতি বিষয়ক কমিটির আহ্বায়ক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন ও প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এপিএ ফোকাল পয়েন্ট সহকারী রেজিস্ট্রার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি, কর্মকর্তা প্রতিনিধি, কর্মচারী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের অংশীজনেরা উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর/শাখায় সেবার মান উন্নয়নকল্পে নানা বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।