আট বছরেও শুরু হয়নি ব্লগার নাজিম হত্যার বিচার ব্লগার নাজিমুদ্দিন সামাদ

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০১:০৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৪ ০৮:৫১:৪৭ অপরাহ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যাকাণ্ড ঘটে দীর্ঘ আট বছর আগে। সেই থেকে দীর্ঘ সময়েও মামলার বিচারই শুরু হয়নি।

রাষ্ট্রপক্ষ বলছেন, নিরাপত্তাজনিত কারণে কারাগারে থাকা আসামিদের শুনানির দিন আদালতে হাজির না করায় মামলার বিচার শুরুতে হচ্ছে বিলম্ব।

সবশেষ গত ২৫ মার্চ ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে এই মামলার চার্জশুনানির দিন ধার্য ছিল।

তবে আসামিদের আদালতে হাজির না করায় আগামী ১৬ মে চার্জশুনানির পরবর্তী দিন ধার্য করা হয়।
২০১৬ সালের ৬ এপ্রিল রাতে জবির ক্লাস শেষে পুরান ঢাকার গেন্ডারিয়ায় মেসে ফেরার পথে লক্ষ্মীবাজারের একরামপুর মোড়ে জঙ্গিরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করেন ব্লগার নাজিমুদ্দিনকে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির বলেন, চাঞ্চল্যকর ব্লগার নাজিমুদ্দিন হত্যা মামলাটি চার্জশুনানির পর্যায়ে রয়েছে। পর্যাপ্ত পুলিশ সদস্য না পাওয়ায় কয়েক দফায় তাদের আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। তাই মামলায় চার্জশুনানি হচ্ছে না।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]