বাংলাদেশের দুই চিকিৎসক পেল কিউবার রাষ্ট্রীয় পদক

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০১:০৩:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৪ ০৩:৫৪:১৮ অপরাহ্ন
কিউবায় রাষ্ট্রীয় পদকে ভূষিত হলেন বাংলাদেশের দুই চিকিৎসক। তারা হলেন ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর।

গত ১ এপ্রিল ভারাদেরো শহরে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে তাদের হাতে ‘কার্লোস জে. ফিনলে অর্ডার’ নামের এ পুরস্কার তুলে দেন দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশবিষয়ক মন্ত্রী এডওয়ার্ডো মার্টিনেজ ডায়েজ।

ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক। ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর জাপানের ঔতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজেজ-এর ভিজিটিং রিসার্চার।

‘কার্লোস জে. ফিনলে অর্ডার’ কিউবায় বিজ্ঞান গবেষণায় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক। ইয়েলো ফিভারের আবিস্কারক ও নোবেল পুরস্কারের জন্য মনোনীত প্রথম কিউবান নাগরিক কার্লোস জে. ফিনলের নামে কিউবান সরকার—এই পদকটি প্রবর্তন করে।

পদক প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ডা. স্বপ্নীল বলেন, ‘চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানীর দ্বৈত সত্তা বজায় রাখাটা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। কিউবার সরকারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। কারণ, এ ধরনের স্বীকৃতি সব কষ্টকে ভুলিয়ে দিয়ে নতুনভাবে এগিয়ে যেতে উৎসাহ যোগায়।’

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]