যেভাবে চিনবেন পাকা বেদানা

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ১২:৪৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৪ ১১:১১:১৭ পূর্বাহ্ন
বাজারে গিয়ে সবাই চায় ভালো ফল কিনতে কিন্তু ভালো ফল না চিনে কিনতে ঠকতে হয় অনেক সময়ই। আবার অনেকেই চিন্তিতও হয়ে পড়েন। । তাই জেনে নিন এই বিষয়ে ভালো ও পাকা বেদনা চেনার উপায়গুলি ।

পাকা ভালো বেদনা চেনার সহজ উপায়গুলো আজ জানবো। গ্রীষ্মে বেদানা শরীরে পানির ঘাটতি মেটায়। আকার, ওজন ও রং দেখে খুব সহজেই এই স্বাস্থ্যকর ফলটি চেনা সম্ভব। আয়রনসমৃদ্ধ এই ফল রক্তাল্পতার দারুণ কার্যকরী।
আকার
আকৃতি দেখে বোঝা যায় বেদানাটি পাকা কি না । যদি পাকা হয় সেক্ষেত্রে এর আকৃতি তিন কোণা হয়। এছাড়াও পাকা বেদানার বাইরের ত্বক মসৃণ হয়।

ওজন
বেদানা হাতে নিয়ে ওজন বেশি মনে হলে চোখ বন্ধ করে সেটি নিয়ে নিন। পাকা বেদানার ওজন সব সময় বেশি হয়। পাকা বেদানার রস ও বীজ বেশি বলে ভারী হয় সেটি।

রং
বাজারে গেলে সাধারণত দুই ধরনের বেদানা দেখতে পাওয়া যায়। এক ধরনের বেদানা হালকা সবুজ ধরণের আর কিছু লাল টুকটুকে। সবুজ নয় সব সময় লাল রং দেখেই বেদানা কিনুন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]