প্রথমবারের মতো তুলা চাষে ১০ কোটি টাকার প্রণোদনা

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ১২:২৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৪ ০৫:২১:৪০ অপরাহ্ন
দেশে তুলার উৎপাদন বাড়াতে চাষিদের মাঝে ৯ কোটি ৯০ লাখ টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬টি জেলার ১২ হাজার ৩৭৫ জন কৃষক জনপ্রতি এক বিঘা জমিতে তুলা চাষের জন্য প্রয়োজনীয় হাইব্রিড তুলা বীজ পাবে। এছাড়াও ২৬ কেজি ইউরিয়া, ৫০ কেজি ডিএপি ও ৫০ কেজি এমওপি সার এবং বিভিন্ন রকমের বালাইনাশক ও বৃদ্ধি নিয়ন্ত্রক বিনামূল্যে পাবে।

কৃষি মন্ত্রণালয়ের এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষকদের দেয়া এসব উপকরণের বাজারমূল্য ৮ হাজার টাকা।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফখরে আলম ইবনে তাবিব জানিয়েছেন, 'প্রথমবারের মতো তুলা চাষে কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে।'

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে বলে উল্লেখ করা আছে এ প্রেস রিলিজে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]