ওপেন এ আই ইয়ের নতুন চমক মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করার প্রযুক্তি

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ১২:২৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৪ ০৫:২৩:৪১ অপরাহ্ন
সময়ের সাথে পাল্লা দিয়ে যুক্ত হচ্ছে নিত্য নতুন প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা কয়েক বছর ধরেই দাপিয়ে বেরাচ্ছে প্রযুক্তি দুনিয়া।  এবার ওপেনএআই আনছে নতুন আরেক প্রযুক্তি। যার মাধ্যমে মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করা যাবে।

প্রতিবেনে উল্লেখ করা হয়, চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআই ‘ভয়েস ইঞ্জিন’ নামে একটি প্রযুক্তি আনছে। যার মাধ্যমে মাত্র ১৫ সেকেন্ডের একটি অডিও স্যাম্পল শোনালেই তা ওই কণ্ঠস্বর হুবহু ক্লোন করতে পারবে। শুক্রবার এক ব্লগ পোস্টে জানিয়েছে ওপেনএআই।

সান ফ্রান্সিসকোভিত্তিক সংস্থাটি জানায়, এই প্রযুক্তিটি ঝুঁকি রয়েছে। প্রযুক্তিটি নিরাপদে ব্যবহার করার ব্যবস্থা করবে তারা। এআই ব্যবহার করে তৈরি করা অডিও ক্লিপ সহজে শনাক্ত করার ব্যবস্থা থাকবে। এছাড়া এই প্রযুক্তিটি কীভাবে ব্যবহার করা হবে সেটা নিয়েও শক্ত নিয়মনীতি থাকবে। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]