মুকেশ আম্বানির মেয়ের বাড়ি কিনলেন মার্কিন গায়িকা

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ১২:২৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৪ ০৫:২৫:২৪ অপরাহ্ন
ভারতীয় ধনকুব মুকেশ আম্বানি তার মেয়ে ঈশা আম্বানির প্রিয় বাড়িটি বেশ চড়ামূল্যে বিক্রি করে দিয়েছেন। ঈশা আম্বানির এই পছেন্দের  বাড়িটি অবস্থিত লস এঞ্জেলসে। মার্কিন গায়িকা জেনিফার লোপেজ তার বাড়িটি কিনে নিয়েছেন ।

প্রায় ৩৮ হাজার স্কয়ার ফিটের উপর নির্মিত ঈশা আম্বানির সাধের এই বাড়িটি। এই বাড়িতে রয়েছে ১২টি বেডরুম, ২৪টি বাথরুম। অন্দরসজ্জা দেখলে চোখে ঝিলমিল লেগে যাবে। 

এখানেই শেষ নয়, জিম থেকে শুরু করে, স্পা, স্যালুন কি  নেই সেখানে? রয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্টও। ৫০৮ কোটি ৫৭ লক্ষ ৮৬ হাজার ৫৫০ রুপি দিয়ে এই বাড়ি কিনে নিয়েছেন জেনিফার লোপেজ। বেন অ্যাফ্লেককে নিয়ে এখন তার ঠিকানা ওই বাড়িই। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]