বার্ষিক সভায় উত্থাপন করা হবে বিসিবি টিভির অনুমোদনের প্রক্রিয়া

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ১২:২৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৪ ০৫:২৬:২৬ অপরাহ্ন
বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, খেলার সামগ্রী আমদানি, খেলোয়াড়দের সম্মানী প্রদানের বিষয়টি সহজ করার লক্ষ্যে গঠনতন্ত্রের একটি ধারায় উপধারা সংযুক্ত করা হবে। এছাড়া বিসিবি টিভির অনুমোদনের প্রক্রিয়া উত্থাপন করা হবে আজকের বার্ষিক সাধারণ সভায়।

বিসিবির সিইও বলেন, ‘বিসিবি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে কোম্পানি শেয়ার ছাড়বে শেয়ারবাজারে। স্পোর্টস প্রতিষ্ঠান হিসেবে টিভি চ্যানেল প্রতিষ্ঠার জন্য একটি কোম্পানি গঠন করতে হয়, সেটাই করা হয়েছে। এটা নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই।’ 

এ ছাড়া বাজেট অনুমোদন, আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষক নিয়োগ ও সম্মানীর বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে সভায়।

বিসিবির একটি সূত্রে জানা গেছে, বার্ষিক এ সভায় কাউন্সিলরদের লাখ টাকা সম্মানী দেওয়ার পাশাপাশি আইপ্যাড দেওয়া হবে। এর আগে, গত বছরের জুনে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বিসিবি টিভির অনুমোদনের জন্য আবেদন করা হবে। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]