রাফাহ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিশেষ ভার্চুয়াল বৈঠক

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ১২:২৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৪ ০৫:২৭:৪৪ অপরাহ্ন
রাফাহতে হামলা চালানোর পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন দখলদার ইসরায়েলর বেনিয়ামিন  নেতানিয়াহু। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সোমবার (১ এপ্রিল) ভার্চুয়াল বৈঠক করেছে। হামলা না চালিয়ে বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে আলোচনা করেছে তারা ।

রাফাহতে বর্তমানে ১৩ লাখেরও বেশি ফিলিস্তিনি অবস্থান নিয়েছেন এই দখলদার ইসরায়েলের হামলা থেকে বাঁচতে। এখানেই নতুন করে হামলা চালাতে চায় কিন্তু যুক্তরাষ্ট্র শঙ্কা প্রকাশ করে বলেছে, জনবহুল ওই অঞ্চলে যদি এখন কোনো ধরনের হামলা হয় তাহলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। অবশ্য নেতানিয়াহু দাবি করেছেন, যদি গাজায় হামাসকে তারা হারাতে চায় তাহলে রাফাহতে হামলা চালাতেই হবে।

দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলা চালাতে চাইলেও সাধারণ ইসরায়েলিরা এর বিরোধীতা করছেন। বিশেষ করে জিম্মিদের পরিবার এর বিরোধীতা করছে। কারণ তাদের  শঙ্কা যদি রাফাহতে সেনারা হামলা চালায় তাহলে তাদের জিম্মিরা সবাই প্রাণ হারাবে। সূত্র: এক্সিওস

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]