পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি

আপলোড সময় : ১০-০১-২০২৫ ০৭:৫৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পলায়নকারী সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে আটক করতে পুলিশ সদর দপ্তর থেকে দেশব্যাপী রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শাহ আলম থানার একটি কক্ষ থেকে পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহ আলমকে থানার হাজতখানার পরিবর্তে অফিসারের কক্ষে রাখা হয়, যেখানে পুলিশ সদস্যদের অবহেলার কারণে তিনি পালাতে সক্ষম হন। উত্তরা পূর্ব থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহ জানান, শাহ আলমকে আটক করতে সেনাবাহিনী, র‌্যাব এবং পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে এবং প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা মামলাসহ একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট তিনি উত্তরা পূর্ব থানায় দায়িত্ব গ্রহণ করেন। গত ৮ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার আগেই তিনি পালিয়ে যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাহ আলমের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। পলায়নের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]