দুই দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা

আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:৩২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৬:৩৭:২০ পূর্বাহ্ন
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রাক্তন সহসভাপতি নিশীতা ইকবাল নদী এবং আরও তিনজনকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।

অপর তিন আসামি হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক আল ফাতারা কাজল, বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবির শিক্ষার্থী শোভন রহমান, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের কর্মী হাসান ইমাম শোভন।

এই দিন, তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করলে আসামি পক্ষের আইনজীবী তার বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশ নিশীতাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে রাজধানীর কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]