বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান

আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৬:২২:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৬:৩৫:২৭ পূর্বাহ্ন
বাংলাদেশ থেকে ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রগতি ও সাফল্যকে প্রশংসা করে সৈয়দ আহমেদ মারুফ বলেন, “পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী। পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার সম্ভাবনা রয়েছে।”

এ বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা, বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে হাইকমিশনার ও উপদেষ্টা দুই দেশের সম্পর্কোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনারের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]