বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা মানববন্ধন করেছে ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোবিন্দগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনের ফলে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা বলেন, শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের এক ভয়াবহ দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। তবে এ শাসনের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ আবার তাদের অধিকার ফিরে পেতে শুরু করেছে।
বক্তারা আরও উল্লেখ করেন, মানবাধিকার প্রতিটি মানুষের জন্মগত অধিকার, যা থেকে কেউ বঞ্চিত হতে পারে না। বিএনপি ও ছাত্রদল এই অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, "১৫ বছরের শাসনামলে শেখ হাসিনার সরকার মানবাধিকারকে পুরোপুরি উপেক্ষা করেছে। গুম-খুন থেকে শুরু করে শারীরিক নির্যাতন—এমন কোনো মানবাধিকার লঙ্ঘনের নজির নেই যা তারা করেনি। আমরা দাবি জানাই, মানবাধিকার লঙ্ঘনকারী সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।"
আরেক শিক্ষার্থী ইকরাম হোসেন বলেন, "বিশ্ব মানবাধিকার দিবসে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমবেত হয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের শিকার বিএনপি ও এর অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবি করছি। সেই সাথে অতিদ্রুত ফ্যাসিস্টদের সকল হত্যা, জুলুম ও অন্যায়ের বিচার দাবি করছি।"
মানববন্ধনে প্রায় ১৫-২০ জন ছাত্রদলপন্থী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।