বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৭:৪৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৮:০০:২৮ অপরাহ্ন
বিনোদন জগতে প্রত্যাশা ছিলই, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ দর্শকদের মন জয় করে ঝড় তুলবে। কোনো বিশেষ উৎসব ছাড়াই এই চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে আয় করেছে প্রায় ১৭৫ কোটি টাকা।

মুক্তির এক সপ্তাহ পার না হতেই, ‘পুষ্পা টু’ এর সফলতা পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়। চতুর্থ দিনে ভারতের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এটি গড়েছে নতুন রেকর্ড।

স্যাকনিল্ক-এর তথ্যানুযায়ী, সোমবার (৯ ডিসেম্বর) পর্যন্ত শুধুমাত্র ভারত থেকে সিনেমাটি আয় করেছে ৫২৯ কোটি টাকা। চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে মোট আয় ৬৩২ কোটি ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক অঙ্গনে এর আয় বর্তমানে ৮০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে।

রিপোর্ট অনুযায়ী, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ার থেকে ১০.৬৫ কোটি আয়ের মাধ্যমে যাত্রা শুরু করে ‘পুষ্পা টু’। প্রথম দিনেই এর কালেকশন ছিল ১৬৪.২৫ কোটি টাকা। এরপর শুক্রবার আয় হয় ৯৩.৮ কোটি এবং শনিবার তা বেড়ে দাঁড়ায় ১১৯.২৫ কোটিতে।

রোববার, অর্থাৎ চতুর্থ দিনে, সিনেমাটি সংগ্রহ করে ১৪১.৫০ কোটি টাকা। ফলে এক সপ্তাহের মধ্যেই শুধুমাত্র ভারতের বক্স অফিস থেকে আয় দাঁড়ায় ৫২৯.৫০ কোটিতে।

চলচ্চিত্রটিতে আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। অন্যদিকে, এসপি ভানুয়ার সিং শেখওয়াতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ফাহাদ ফাসিল। তার শক্তিশালী পারফরম্যান্স ‘পুষ্পা টু’তেও দর্শকদের মুগ্ধ করেছে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]