স্বর্ণ চোরাচালানে অভিনেত্রী আটক

আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৭:১৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৭:৪১:৪৯ অপরাহ্ন
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৯ লাখ টাকা। শনিবার (৭ জানুয়ারি) সকালে দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটক যাত্রীদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা জুথী এবং অন্যজন রাউজান উপজেলার মোহাম্মদ রায়হান ইকবাল। এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ও শুল্ক বিভাগ যৌথ অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করে।

অনামিকা জুথী হাতে স্কচটেপ দিয়ে মোড়ানো চুড়ি এবং গলায় চেইন লুকিয়ে রেখেছিলেন। তাছাড়া তারা স্বর্ণালংকারগুলো হাতব্যাগেও বহন করছিলেন। ওই ফ্লাইটটি দুবাই-চট্টগ্রাম হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।

বিমানবন্দরের নিয়ম অনুযায়ী, যাত্রীদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]