প্রধান বিচারপতির এজলাসে বিচারপ্রার্থীর আবেগঘন কান্না

আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৮:১২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৮:১৫:২৬ অপরাহ্ন
২০২১ সালে দায়ের করা একটি আপিল মামলার শুনানি এখনো শুরু না হওয়ায় প্রধান বিচারপতির এজলাসে কাঁদতে বাধ্য হন এক বিচারপ্রার্থী। বুধবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এই ঘটনাটি ঘটে।

বিচারপ্রার্থী আব্দুর রশিদ (৫৮) জানান, কয়েক বছরের মামলা নিষ্পত্তি না হওয়ায় তার পেশাগত উন্নতি আটকে রয়েছে। ফলে পরিবারের ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়েছে। আদালতে তিনি বলেন, "মামলাটি ঝুলে থাকার কারণে আমার প্রমোশন আটকে আছে। চাকরিজীবনের মেয়াদ প্রায় শেষের দিকে। বৃদ্ধা মা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই সন্তানসহ পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।"

প্রধান বিচারপতি তাকে আশ্বস্ত করে জানান, "আগামী মাসে আপনার মামলা শুনানির জন্য কার্যতালিকায় অগ্রাধিকার দেওয়া হবে।" এর প্রতিক্রিয়ায় আব্দুর রশিদ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আদালত কক্ষ ত্যাগের পর সাংবাদিকদের তিনি বলেন, "আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে কষ্ট পাচ্ছি।"

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]