সরকারি সব চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা

আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৭:৫৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৮:১৫:০৮ অপরাহ্ন
সব সরকারি চাকরির আবেদনে ফি সর্বোচ্চ ২০০ টাকায় নির্ধারণ করেছে সরকার। এর আওতায় বিসিএস, ব্যাংক ও অন্যান্য সরকারি এবং আধা-সরকারি নিয়োগ পরীক্ষার আবেদন ফি এই সীমায় আনতে অর্থ বিভাগের মাধ্যমে প্রজ্ঞাপন জারি হবে বলে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বুধবার সচিব কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সচিব বলেন, আগে বিসিএস পরীক্ষার জন্য আবেদন ফি ছিল ৭০০ টাকা। এটি কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে কমিটি তা আরও কমিয়ে ২০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।

এখন থেকে ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে এই নতুন ফি কার্যকর হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রেও একই ফি প্রযোজ্য হবে।

অর্থ বিভাগ থেকে একটি নির্দেশনা জারি হবে, যেখানে বলা হবে ব্যাংক, বীমা ও অন্যান্য সরকারি ও আধা-সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নেওয়া যাবে।

সচিব মোখলেস উর রহমান আরও বলেন, “কিছু প্রতিষ্ঠানে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত আবেদন ফি নেওয়া হয়। এটি সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। জনগণের জন্য সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হবে।”

এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]