টিকটক এবার সৌদির চলচ্চিত্র উৎসবের অন্যতম পার্টনার

আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৭:১৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৮:০৫:০৭ অপরাহ্ন
বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক এবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (RSIFF) প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে। উৎসবটি ৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এবারের আসরে টিকটক নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে। এতে বৈশ্বিক পর্যায়ের নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিত্বরা তাদের উদ্ভাবনী চলচ্চিত্র দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে নির্মাতাদের তাদের মৌলিক কাজগুলো #RedSeaIFF24 এবং #TheNewHomeOfFilm হ্যাশট্যাগসহ জমা দিতে হবে।

এই প্রতিযোগিতা থেকে তিনজন নির্মাতাকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হবে এবং বিজয়ীর নাম ১০ ডিসেম্বর রেড সি সুক অ্যাওয়ার্ডসে ঘোষণা করা হবে।

উৎসব চলাকালে টিকটক বেশ কিছু আকর্ষণীয় কার্যক্রম পরিচালনা করবে। এতে উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা ছাড়াও অভিনেতা এবং নির্মাতাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারের ব্যবস্থা থাকবে।

রেড সি ফিল্ম ফাউন্ডেশনের বিপণন পরিচালক সামাহের মৌস্লি জানান, “টিকটক এই অঞ্চলের চলচ্চিত্রগুলোকে বিশ্বব্যাপী তুলে ধরতে সাহায্য করবে।”
এদিকে, টিকটকের আঞ্চলিক ব্যবস্থাপক কিন্দা ইব্রাহিম বলেন, “আমরা কন্টেন্ট নির্মাতাদের গল্পকে বৈশ্বিক দর্শকদের কাছে পৌঁছে দিতে সহায়তা করতে চাই।”

বর্তমানে টিকটকের ব্যবহারকারী সংখ্যা এক বিলিয়নের বেশি। সম্প্রতি, তারা টিকটক স্পটলাইট চালু করেছে, যা সিনেমা স্টুডিও এবং বিনোদন খাতের জন্য নতুন বিপণন মাধ্যম হিসেবে কাজ করছে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]