বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। সোমবার (২ ডিসেম্বর) মিরপুরে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়ে সিরিজটি ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয় নিগার সুলতানারা।
আয়ারল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তাদের ইনিংসটি থামে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রানে। আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসের ৫২ রানের লড়াকু ইনিংস ছাড়া বাকি ব্যাটাররা উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। বল হাতে বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ছিলেন দুর্দান্ত, নিয়েছেন ৩টি উইকেট। সুলতানা ও নাহিদা প্রত্যেকে ২টি করে এবং রাবেয়া ও স্বর্ণা ১টি করে উইকেট শিকার করেন।
রান তাড়ায় শুরুতেই মুর্শিদা খাতুনের উইকেট হারালেও ফারজানা হক ও শারমিন আক্তারের দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের ভিত্তি তৈরি হয়। দুজনে মিলে গড়েন ১৪৩ রানের অনবদ্য জুটি। শারমিন ৮৮ বলে ৭২ রান করে মাগুইরের বলে আউট হন। এরপর ফারজানাও ফিরে যান ৯৯ বলে ৬১ রান করে।
শেষদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সুবহানা মোস্তারির ব্যাটে জয় নিশ্চিত হয়। নিগার অপরাজিত থাকেন ১৮ রানে, আর মোস্তারি অপরাজিত ৭ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে এইমে মাগুইরে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।
আয়ারল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তাদের ইনিংসটি থামে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রানে। আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসের ৫২ রানের লড়াকু ইনিংস ছাড়া বাকি ব্যাটাররা উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। বল হাতে বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ছিলেন দুর্দান্ত, নিয়েছেন ৩টি উইকেট। সুলতানা ও নাহিদা প্রত্যেকে ২টি করে এবং রাবেয়া ও স্বর্ণা ১টি করে উইকেট শিকার করেন।
রান তাড়ায় শুরুতেই মুর্শিদা খাতুনের উইকেট হারালেও ফারজানা হক ও শারমিন আক্তারের দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের ভিত্তি তৈরি হয়। দুজনে মিলে গড়েন ১৪৩ রানের অনবদ্য জুটি। শারমিন ৮৮ বলে ৭২ রান করে মাগুইরের বলে আউট হন। এরপর ফারজানাও ফিরে যান ৯৯ বলে ৬১ রান করে।
শেষদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সুবহানা মোস্তারির ব্যাটে জয় নিশ্চিত হয়। নিগার অপরাজিত থাকেন ১৮ রানে, আর মোস্তারি অপরাজিত ৭ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে এইমে মাগুইরে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।