দুবাইয়ে দুর্দান্ত জয়, সেমিফাইনালে বাংলাদেশ

আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৭:২৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৮:৩৮:১৩ অপরাহ্ন
বোলারদের নৈপুণ্যে সহজেই নিয়ন্ত্রণে আসে লক্ষ্য। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শুরুতে কিছুটা বিপাকে পড়লেও আবরার জাওয়াদ এবং অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অসাধারণ ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে ওঠে। শেষ পর্যন্ত কিছুটা টানটান উত্তেজনা তৈরি হলেও দলকে বিজয়ের বন্দরে পৌঁছে দেন আজিজুল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে নেপাল মাত্র ১৪১ রানে গুটিয়ে যায়। অধিনায়ক আকাশ ত্রিপাঠি দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন এবং রিজান হোসেন প্রত্যেকে ২টি করে উইকেট নেন। এছাড়া সাদ ইসলাম, রাফি উজ্জামান রাফি এবং অধিনায়ক আজিজুল একটি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই হেমন্ত ধামির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান কালাম সিদ্দিকি। এরপর দ্বিতীয় উইকেটে ৯০ রানের দারুণ এক পার্টনারশিপ গড়েন আবরার ও আজিজুল। আবরার ৬৫ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।

তবে যুবরাজ খাত্রির লেগ স্পিনে দ্রুত চার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। আবরার, শিহাব জেমস ও রিজান গোল্ডেন ডাক এবং ফরিদ হাসান ১৩ রান করেই সাজঘরে ফেরেন। কিন্তু আজিজুল ছিলেন অবিচল। দেবাশীষ দেবাকে সঙ্গে নিয়ে ৭২ বলে অপরাজিত ৫২ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল দলটি। গ্রুপ চ্যাম্পিয়নশিপের জন্য ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]