সাগরের ঢেউয়ে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১০:৩৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১০:৫১:৩৮ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফে মাছ ধরার সময় সাগরে পড়ে হেলাল উদ্দিন (২৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌকার মালিক এনাম উল্লাহ।

নৌকা মালিক জানান, শনিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে শাহপরীর দ্বীপের কাছে মাছ ধরার সময় একটি শক্তিশালী ঢেউয়ের ধাক্কায় হেলাল উদ্দিন নৌকা থেকে সাগরে পড়ে যান। স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করার চেষ্টা চালালেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, ঘটনাটি উপজেলা প্রশাসন এবং কোস্টগার্ডকে জানানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, "কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।"

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]