একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪-এর সাবেক সদস্য ও খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এবং তার স্বামী পরিচালক বদরুল আনাম সাউদকে বিদেশ গমনের সময় বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, তারা ব্যাংককের উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাত্রা করছিলেন।
বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে তারা বোর্ডিং গেটের দিকে অগ্রসর হলে একটি গোয়েন্দা সংস্থা ইমিগ্রেশন পুলিশকে জানায়, দেশত্যাগের অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা তালিকায় সুবর্ণার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এরপর তাদের বহির্গমন সিল বাতিল করে বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়।
তবে কোনো ধরনের আটক বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা ২০১৯-২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসন-৪ থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। অভিনয়ে অসাধারণ অবদানের জন্য তিনি ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, তারা ব্যাংককের উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাত্রা করছিলেন।
বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে তারা বোর্ডিং গেটের দিকে অগ্রসর হলে একটি গোয়েন্দা সংস্থা ইমিগ্রেশন পুলিশকে জানায়, দেশত্যাগের অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা তালিকায় সুবর্ণার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এরপর তাদের বহির্গমন সিল বাতিল করে বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়।
তবে কোনো ধরনের আটক বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা ২০১৯-২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসন-৪ থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। অভিনয়ে অসাধারণ অবদানের জন্য তিনি ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন।