আইনজীবী হত্যায় সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার

আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৭:৫৭:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৮:১৪:৫৬ অপরাহ্ন
চট্টগ্রামে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ একজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। অভিযুক্ত ছাত্রের নাম শুভ কান্তি দাশ, যিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, আইন বিভাগের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে শুভ কান্তি দাশের সম্পৃক্ততার অভিযোগ তুলে তাঁর ছাত্রত্ব বাতিলের দাবি জানায়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "গতকালের একটি ঘটনার পর শিক্ষার্থীরা অভিযোগ করেন যে অভিযুক্ত ছাত্র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ফলে আইন বিভাগের একাডেমিক কাউন্সিল মিটিংয়ে তাঁকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম (৩৫) প্রাণ হারান।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]