৪৬তম বিসিএস প্রিলির ফলাফল প্রকাশ

আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৭:১৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৭:৩১:৫৯ অপরাহ্ন
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই ফলাফলে মোট ২১,৩৯৭ জন প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ করা হয়েছে। পূর্বে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ছিল ১০,৬৩৮ জন, যার সাথে নতুন করে ১০,৭৫৯ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে পিএসসি এ ফলাফল প্রকাশ করে। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, প্রার্থীরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন।

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রথমবার প্রকাশিত হয়েছিল গত ৯ মে। এতে উত্তীর্ণ হন ১০,৬৩৮ জন প্রার্থী। তবে, সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের পর পিএসসির নতুন নেতৃত্ব সিদ্ধান্ত নেয় যে, সমতার জন্য আরও একটি বড় সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

নতুন কমিশনের নির্দেশনায়, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অংশগ্রহণকারীদের মধ্যে সংশোধিত নীতিমালার ভিত্তিতে প্রার্থীদের উত্তীর্ণ করা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে ডাউনলোড করা যাবে।

এছাড়াও, টেলিটক সেবার মাধ্যমে মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। প্রার্থীদের মোবাইল ফোনে PSC<Space>46<Space>Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]