নির্বাচন নিয়ে তুরস্কের সঙ্গে জামায়াতের মতবিনিময়

আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৮:৪৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১০:০৫:০২ অপরাহ্ন
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে দলটির প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তাঁরা আসন্ন জাতীয় নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, “তুরস্ক মুসলিম বিশ্বের একটি অগ্রগামী দেশ। এটি ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি গণতান্ত্রিক আদর্শেও সমৃদ্ধ। আমাদের ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের সঙ্গে সাদৃশ্য রয়েছে।”

এছাড়াও, তিনি উল্লেখ করেন যে রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে তুরস্ক আগ্রহ দেখিয়েছে।

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে তাঁরা আশাবাদী। ভবিষ্যতে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]