২০ লাখ অ্যাকাউন্ট বন্ধের পেছনের কারণ জানালো মেটা

আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১০:১১:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:২১:২৩ অপরাহ্ন
মেটা সম্প্রতি ২০ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে, যা সাইবার সুরক্ষায় তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপের একটি অংশ। এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে মেটা উল্লেখ করেছে “পিগ-বুচারিং প্রতারণা” প্রতিরোধ। এই প্রতারণার কৌশলে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের বিভিন্ন ফাঁদে ফেলে আর্থিক ক্ষতি করে আসছিল। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফোর্বস।

মেটার এই পদক্ষেপটি তাদের সাইবার সুরক্ষা নীতির প্রতি সচেতনতার একটি বড় উদাহরণ।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সাইবার অপরাধের ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে। প্রতারকরা সাধারণত সামাজিক মাধ্যম বা ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে নিরীহ ব্যবহারকারীদের টার্গেট করে। মেটার গোয়েন্দা বিভাগের বিশ্লেষণে জানা যায়, এসব প্রতারণার আক্রমণ প্রাথমিকভাবে বার্তা আদানপ্রদানের মাধ্যমে শুরু হয় এবং পরে ভুয়া ক্রিপ্টো অ্যাপ কিংবা প্রতারণামূলক ওয়েবসাইটে নিয়ে যায়।

এক প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর প্রায় তিন লাখ মানুষ এই ধরনের প্রতারণার শিকার হন এবং বছরে প্রায় ৬৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। মেটা গত দুই বছর ধরে এই বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছিল এবং জানতে পেরেছে যে কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের একটি সংঘবদ্ধ দল এই প্রতারণার সঙ্গে জড়িত। সবশেষে, এই প্রতারণা বন্ধ করতে ২০ লাখের বেশি অ্যাকাউন্ট বাতিল করে মেটা।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]