৫ বিসিএস থেকে ১৮ হাজারের বেশি প্রার্থী নিয়োগের ঘোষণা

আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১০:০১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:২০:৫৯ অপরাহ্ন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, পাঁচটি বিসিএস পরীক্ষার মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আজ রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ৪৩ থেকে ৪৭তম বিসিএসের আওতায় ১২ হাজার ৭১০ জন ক্যাডার এবং ৫ হাজার ৪৩৯ জন নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। একই সঙ্গে, বিদায়ী কর্মকর্তাদের গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়ার বিষয়েও সরকার ব্যবস্থা নিচ্ছে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]