'বিএনপির যারা ‘ফাঁকা মাঠ’ ভেবে খুশি হচ্ছেন তারা সাবধান হয়ে যান'

আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৮:০৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১০:৩৮:০৭ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, যারা ভাবছেন সামনের নির্বাচন তাদের জন্য সহজ হবে, তারা ভুল ধারণা পোষণ করছেন। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যাদের বিরুদ্ধে এখন ১০টি মামলা রয়েছে, সেই সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

‘রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা’ নিয়ে আলোচনা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

তারেক রহমান বলেন, “দলের ৩১ দফার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরুন। তাদের কাছে যান এবং তাদের আস্থা অর্জন করুন। বিএনপির ভিত্তি জনগণের সমর্থনের ওপর। রাজনীতিতে টিকে থাকতে হলে জনগণের প্রত্যাশা পূরণ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পূর্ববর্তী স্বৈরাচার সরকার ফারাক্কা চুক্তি বাস্তবায়নে সাহস দেখায়নি। তারা ইচ্ছাকৃতভাবে ভারতকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিল।”

তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে আন্তর্জাতিক পর্যায়ে পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]