পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ঠে তিন শিক্ষার্থী নিহত

আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৬:৪০:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১১:১৯:৩১ অপরাহ্ন
শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। তিনি জরুরি বিভাগের দিকে রওনা দিয়েছেন।

জানা যায়, গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী এক পিকনিকে অংশ নিতে বিআরটিসি'র ডাবল ডেকার বাসসহ মোট ৯টি যানবাহনে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো স্থানীয় সড়ক ধরে রিসোর্টের দিকে যাওয়ার পথে উদয়খালী বাজার এলাকায় একটি ডাবল ডেকার বাস বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।

বাসে থাকা প্রায় ৬০-৭০ জন যাত্রীর মধ্যে কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]