কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন

আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৭:৩৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৮:৩৩:২৮ অপরাহ্ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুটি হলের নাম পরিবর্তন এবং নতুন একটি হলের নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, পূর্বে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ নামে পরিচিত ছাত্র হলটির নতুন নামকরণ করা হয়েছে ‘বিজয় ২৪ হল’, এবং ‘শেখ হাসিনা হল’ এর নতুন নাম দেওয়া হয়েছে ‘সুনীতি-শান্তি হল’।

অন্যদিকে, নতুন ক্যাম্পাসের ছাত্র হল-১-এর নামকরণ করা হয়েছে ‘শহীদ আব্দুল কাইয়ুম হল’।

এই নামকরণের পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ ইতিহাস। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম বৈষম্যবিরোধী আন্দোলনে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশগ্রহণের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া, শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা আগে থেকেই ‘বিপ্লবী সুনীতি-শান্তি হল’ নামকরণের প্রস্তাব দিয়েছিলেন, যা সিন্ডিকেটে অনুমোদিত হয়।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]