সিইসি হিসেবে দায়িত্ব নিলেন সাবেক সচিব নাসির উদ্দীন

আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৭:১২:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৮:৩১:৫৬ অপরাহ্ন
সরকার নতুন নির্বাচন কমিশন ঘোষণা করেছে। এই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। জানা গেছে, সার্চ কমিটির কাছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া প্রস্তাবনায় নাসির উদ্দীনের নাম ছিল।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিএনপি যে দুজন প্রার্থীকে প্রধান নির্বাচন কমিশনারের জন্য সুপারিশ করেছিল, তাঁদের মধ্যে নাসির উদ্দীনের নাম অন্যতম। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৯ সালে জানুয়ারি মাসে তিনি অবসরে যান। বিসিএস ১৯৭৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা কর্মজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]