গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিসে হামলা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বুলবুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে এবং তিনি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ফোনালাপের জন্য আলোচিত। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে, যা মঞ্জুর হলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ ও তার গোপন যোগাযোগ সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
থানা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এরপর থেকে তারা আত্মগোপনে ছিলেন। পরে জাহাঙ্গীর আলম গোপনে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন এবং সেই ফোনালাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়।
অবশেষে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর ভোরে নওগাঁ জেলার মান্দায় তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হয়।
তবে, তার ফেসবুক অ্যাকাউন্টে ওই কথোপকথনের ক্লিপটি পাওয়া যায়নি।
এদিকে, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলও শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। পুলিশ জানায়, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।