২ দিনের রিমান্ডে দেশ টিভির এমডি আরিফ হাসান

আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৬:৩০:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৬:৫৮:০৩ অপরাহ্ন
রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে সজীব নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) আদালতের বিচারক শাহীন রেজা এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আবেদনে বলা হয়, আরিফ হাসান রাজনৈতিক প্রভাবশালী একজন ব্যক্তিত্ব এবং সরকারি দলের অর্থায়নে ভূমিকা রাখেন।

আসামির পক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আইন সম্পাদক সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন, তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাতে বিদেশে যাওয়ার প্রাক্কালে ইমিগ্রেশন পুলিশ আরিফ হাসানকে থামিয়ে দেয়, পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই উত্তরা এলাকায় একটি প্রতিবাদ কর্মসূচির সময় গুলিবিদ্ধ হন সজীব, এবং দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের পিতা বিমানবন্দর থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন।

আরিফ হাসান অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]