শি জিনপিংকে নিয়ে চ্যাটবট বানাল চীন

আপলোড সময় : ২৫-০৫-২০২৪ ১০:২৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৪ ০১:০৮:০৮ অপরাহ্ন
সম্প্রতি চীনে একটি নতুন চ্যাটবট উদ্ভাবন করা হয়েছে, যা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর ভিত্তি করে তৈরি। এই চ্যাটবট শি জিনপিংয়ের চিন্তাধারা ও লেখাকে কেন্দ্র করে প্রশিক্ষিত হয়েছে। উল্লেখ্য, এতে কোনো মাইন্ড-রিডিং প্রযুক্তি ব্যবহার করা হয়নি। বরং, চীনা কর্মকর্তারা শি জিনপিংয়ের কিছু বই ও গবেষণাপত্র ব্যবহার করে এটিকে প্রশিক্ষিত করেছেন।
 
শি জিনপিংয়ের রাজনৈতিক মতাদর্শ, যা ‘শি জিনপিং থটস অন সোশালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিকস ফর এ নিউ এরা’ বা সংক্ষেপে ‘শি জিনপিং থট’ নামে পরিচিত, সেই ভিত্তিতে এই চ্যাটবটটি তৈরি করা হয়েছে। শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালনকালে এই মতাদর্শ প্রণীত হয়।
 
এই চ্যাটবটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ১২টির বেশি বই, যেগুলো শি জিনপিং নিজেই রচনা করেছেন বলে দাবি করা হয়। এছাড়াও এর প্রশিক্ষণ সেটের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সরকারি বিধিনিষেধ, নীতিমালার নথি, রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদন এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রকাশনা।
 
বর্তমানে, এই প্রযুক্তিটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি। এটি আপাতত চীনের সাইবার নিরাপত্তা সংস্থা সিএসি’র অধীনে থাকা একটি গবেষণাকেন্দ্রে ব্যবহৃত হচ্ছে। তবে, ভবিষ্যতে এটি আরও বিস্তৃতভাবে চালু করার সম্ভাবনা রয়েছে। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]