উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধের নির্দেশ

আপলোড সময় : ২৫-০৫-২০২৪ ১০:১৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৪ ০১:০৭:৩৬ অপরাহ্ন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে।
 
 বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড় 'রেমাল' নিয়ে আবহাওয়া সংকেত অনুসরণ করতে হবে এবং নৌযানগুলিকে নিরাপদ আশ্রয়ে রাখতে হবে। তবে দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী লঞ্চ ও অন্যান্য নৌযানের ব্যাপারে এখনও কোনও নির্দেশনা দেওয়া হয়নি।
 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে এবং এর শক্তি বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রবন্দরগুলোতে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত পরিবর্তন করে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সমুদ্র উত্তাল রয়েছে।
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান জানিয়েছেন, ইতিমধ্যে সাগরে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আগামী এক-দুই ঘণ্টার মধ্যে সংকেত বাড়বে এবং রাতেই বিপৎসংকেত দেওয়া হতে পারে। তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামীকাল রবিবার সন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]