চীন সফরে গেলেন আ. লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দল

আপলোড সময় : ২৫-০৫-২০২৪ ১০:০৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৪ ০১:০৬:৫৩ অপরাহ্ন
আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে চীন সফরে গেছেন। শনিবার, ২৫ মে দুপুর ২টা ৫৫ মিনিটে তারা ঢাকা ত্যাগ করেন। দলের নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। তিনি নিশ্চিত করেছেন যে, সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ৫ জুন দেশে ফেরার পরিকল্পনা করছে।
 
এই প্রতিনিধি দলে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ এবং মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত আছেন। এছাড়াও, আওয়ামী লীগের তথ্যভাণ্ডার তৈরিতে যুক্ত ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে গঠিত ওয়েব টিমের সদস্যরাও প্রতিনিধি দলে আছেন।
 
তানভীর শাকিল জয় জানান, চীনা কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মতবিনিময় করা হবে, যার মূল বিষয়বস্তু হবে বিভিন্ন রাজনৈতিক দিক। বিশেষ করে চীনা কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র, দলীয় কার্যপ্রণালী এবং তৃণমূলে তাদের কার্যক্রম সম্পর্কে জানা। এছাড়াও, চীনের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় হবে। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]