সন্তানকে বিষ খাইয়ে হত্যা, মা-বাবা গ্রেফতার

আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ১১:১০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ১১:২৫:২৭ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিশু সন্তানকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগে মা-বাবাকে আটক করা হয়েছে। বুধবার (২২ মে) রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ চাতুল গ্রামে অভিযান চালিয়ে শিশুর পিতা রাশেদ মিয়া ও মাতা শাপলা বেগমকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে চলাফেরা করতে পারতো না। তার পিতা রাশেদ মিয়া ও মাতা শাপলা বেগম তাকে দেখাশোনার সময় এক পর্যায়ে ধৈর্য হারিয়ে ফেলেন।

গত শুক্রবার (১৭ মে) বিকালে শিশুটির মুখে বিষ তুলে দেন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মৃত্যুবরণ করে। ঘটনার পর শিশুর পিতা-মাতা বাড়ি থেকে পালিয়ে যান। পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, থানায় অভিযোগ পাওয়ার পর থেকেই শ্রীমঙ্গল থানা পুলিশ তাদেরকে গ্রেফতারে তৎপরতা শুরু করে। গোপন সূত্র এবং প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে হবিগঞ্জ সদর থানার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত পিতা-মাতা তাদের প্রতিবন্ধী শিশুকে বিষ প্রয়োগ করে হত্যার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]