আজীম কী ছিল বড় কথা নয়, জনপ্রিয়তা দেখে মনোনয়ন

আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ১১:০৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ১১:২৪:৩৩ অপরাহ্ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ দস্য আনোয়ারুল আজীম আনার সম্পর্কে ‘স্বর্ণ চোরাচালানের’ অভিযোগ নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়। তবে তার জনপ্রিয়তার ভিত্তিতে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

২৩ মে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আনোয়ারুল আজীম সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আনোয়ারুল আজীম আনার একজন জনপ্রিয় প্রতিনিধি ছিলেন। তিনি প্রতিনিয়ত মোটরসাইকেলে সারা এলাকা ঘুরে বেড়াতেন এবং তার এলাকাবাসীর মধ্যে শোকার্ত মানুষের হাহাকার রয়েছে।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। যদি প্রমাণিত হয় যে আনোয়ারুল আজীম আনার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তবে দলীয় লোক হলেও তাকে ছাড় দেওয়া হবে না। আনোয়ারুল আজীমের জনপ্রিয়তা দেখে তাকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছিল, এবং এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে যে তথ্য এসেছে, তা আগে কেন বাংলাদেশি সাংবাদিকদের অনুসন্ধানে আসেনি, সে প্রশ্নও তিনি তুলেছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, কো-চেয়ারম্যান হারুনুর রশীদ, এবং যুব ও ক্রীড়া সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব মাশরাফি বিন মোর্ত্তাজা।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]