মারা গেছেন নেত্রকোনার সাবেক এমপি

আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৯:৫২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৪ ১০:০৯:৪৬ অপরাহ্ন
নেত্রকোনার প্রাক্তন সংসদ সদস্য মানু মজুমদার মারা গিয়েছেন। তিনি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

বুধবার (২২ মে) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন।

মঙ্গলবার (২১ মে) রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মানু মজুমদার ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কলমাকান্দায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন মানু মজুমদার, যার ফলস্বরূপ তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেন।
১৯৮১ সাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]