বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশের সৈকত

আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৮:৪৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৮:৫৫:১৬ অপরাহ্ন
১ জুন থেকে শুরু হতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হবে কানাডা। তবে এখানে বাংলাদেশেরও প্রতিনিধিত্ব থাকবে। অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। সৈকতের সঙ্গে সেই ম্যাচে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন সৈকত। তাও আবার উদ্বোধনী ম্যাচেই। এর আগে ২০১৮ সালে তিনি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ৪৭ বছর বয়সী সৈকতকে গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ম্যাচেও আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে।

এই বছরের শুরুতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দিবারাত্রির গোলাপী বলে টেস্ট ম্যাচেও তিনি অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]