ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৬:৪৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৮:৫৬:০৪ অপরাহ্ন
আগামী ২৮ জুন ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (২০ মে) বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইনসভার প্রধানদের বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (ইরনা) এ তথ্য প্রকাশ করেছে।

ইরনার প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার, বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি–এজেই, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান এবং ইরানের সাংবিধানিক কাউন্সিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আগামী ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থীদের নিবন্ধন করা হবে। আর প্রচার-প্রচারণা চলবে ১২ থেকে ২৭ জুন পর্যন্ত। সব কিছু ঠিকঠাক থাকলে ২৮ জুন অনুষ্ঠিত হবে দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন।

দেশটির সংবিধানের ১৩১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ফলে দেশটিতে আগামী ২৯ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

বর্তমানে ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল সোমবারই তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় তার সঙ্গে নিহত হন দেশের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]