বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটপূর্ণ

আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৬:৩২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৮:৫৪:৩৭ অপরাহ্ন
বিশ্বজুড়ে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে আর্টিকেল নাইনটিন। এই সংস্থা প্রথমবারের মতো বাংলাদেশে 'বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন' প্রকাশ করেছে। মঙ্গলবার ঢাকার গুলশানে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মনজুর-ই-আলম জানান, ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের জিআরএক্স স্কোর ছিল ১২, যা ২০২২ সালের সাথে সমান। র‌্যাংকিংয়ে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে ১২৮তম স্থানে এসেছে।

গত পাঁচ বছরে (২০১৮-২৩) বাংলাদেশের স্কোর অপরিবর্তিত থাকলেও, গত দশ বছরে (২০১৩-২৩) স্কোর কমেছে ৮ পয়েন্ট। ২০১৪ সাল থেকে বাংলাদেশ সংকটাপন্ন শ্রেণিতে অবস্থান করছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান উপস্থিত ছিলেন। বক্তারা দেশে ভয়ের পরিবেশ, সমালোচনা গ্রহণের অভাব এবং নিবর্তনমূলক আইন প্রণয়নের কথা উল্লেখ করেন। তারা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গণতান্ত্রিক পরিবেশের গুরুত্বও তুলে ধরেন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]