ছাগল চুরি করে জনতার হতে ধরা ধরা পরল চার চোর

আপলোড সময় : ২০-০৫-২০২৪ ১১:০১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৬:৫৯:০১ পূর্বাহ্ন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাগল চুরির অভিযোগে চার নারী-পুরুষকে জনতা হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। এই ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি মাঠে।

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মো. আবুল কামাল (২৮), মো. বাবুল (২২), রাঙ্গুনিয়ার বাসিন্দা সাখী (৩২) এবং বিউটি (২৭)। স্থানীয়রা জানান, চোরের দল মাঠ থেকে তিনটি ছাগল চুরি করে পালানোর সময় এক কৃষকের নজরে পড়ে। কৃষক আর্তচিৎকার শুরু করলে এলাকাবাসী তৎক্ষণাৎ ধাওয়া করে এবং ভাটিয়ারী শহীদ মিনারের সামনে থেকে তাঁদের আটক করে। পরে, থানায় খবর দিলে পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম জানিয়েছেন, এই চারজন দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আজ বিকেলে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]