পর্যটনে অবদানের জন্য পুরস্কার দেবে টোয়াব

আপলোড সময় : ২০-০৫-২০২৪ ১০:৫৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৬:৫৮:৪০ পূর্বাহ্ন
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে অবদানের জন্য ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) প্রদান করবে। বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে টোয়াবের সহসভাপতি মোহাম্মদ সাহেদউল্লাহ জানান, ২০টি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ২৯ মে বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি আমিন হেলালী এবং টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী বলেন, এই পুরস্কার পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের সম্মানিত করবে এবং প্রতিযোগিতার মাধ্যমে খাতটির মান উন্নয়নে সহায়তা করবে।

সংবাদ সম্মেলনে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক সাইফুল হাসানসহ অন্যান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]