গাইবান্ধায় মাদক মামলায় মহিলার যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড সময় : ২০-০৫-২০২৪ ১০:০২:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৪ ১০:০৮:৪৭ অপরাহ্ন
গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আজ সোমবার হেরোইন মামলায় সিমা খাতুনকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর আসামি ময়নুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সিমা খাতুন আদালতে উপস্থিত ছিলেন। 
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. বদরুন্নাহার বেবী মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। মামলার শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
 
২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেনসিডিলসহ সিমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
 
সিমা খাতুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের খোকন মোলার স্ত্রী এবং দিনাজপুরের কোতোয়ালি থানার আজিজুল হকের মেয়ে। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]