বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত

আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০৯:২৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০৯:৫৪:৫২ অপরাহ্ন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগে এসাইনমেন্ট হিসাবে প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে৷ 

সোমবার (২০ই মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বিভাগের ৪র্থ বর্ষের প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সের ইন্সট্রাক্টর প্রভাষক রাশেদুল ইসলামের দেওয়া এসাইনমেন্টের প্রজেক্ট প্রদর্শন হয়। ছয়টি দলে এতে অংশ নেয় বিভাগের অনার্স শেষ বর্ষের সকল শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বিভিন্ন দলে-উপ দলে ভাগ হয়ে নিজেদের তৈরি প্রজেক্টসমূহ প্রদর্শন করেন। প্রজেক্ট সমূহের মধ্যে ছিলো সোলার পাওয়ার স্টেশন, ক্রোকোডাইল ফার্ম, গ্রীন এগ্রো এন্ড রিনিউবাল এনার্জি, এগ্রি(ফিস, চিকেন এন্ড ফিড), ফুড এন্ড বেকারিজ, ইন্টিগ্রেটেড ফার্মিং স্টেশন ইত্যাদি৷ 

এ প্রদর্শনীতে অংশ নেওয়া গ্রীন এগ্রো এন্ড রিনিউবাল প্রজেক্টের লিডার শিক্ষার্থী নূর বিন ফেরদৌস বলেন, "আমাদের উদ্দেশ্য হলো একটা টেকসই গ্রীন এগ্রো বিজনেস ক্রিয়েট করা কারণ মানুষ এখন আগের থেকে বেশি স্বাস্থ্য সচেতন এবং ফার্ম যে ডেইলি ওয়েস্টেজ তৈরি করছে সেটাকে রিনিউবাল এনার্জিতে কনভার্ট করে ফার্ম কস্টিং কমিয়ে এনে ফলপ্রদ উপায়ে বিজনেস করা৷"

অন্যদিকে ক্রোকোডাইল ফার্ম প্রজেক্টের লিডার শিক্ষার্থী ইজাজ আহমেদ জানান, "গতনাগতিক ধারার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের পরিবর্তে এমন বাস্তবভিত্তিক এসাইনমেন্ট আমাদের জন্য খুবই উপকারী। এর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে এ প্রজেক্ট প্রদর্শনী এ এসাইনমেন্ট থেকে অনেক কিছুই শিখলাম তা আমাদের পেশাজীবনেও কাজে লাগবে। আমাদের কোর্স টিচারকে ধন্যবাদ জানাই এমন ভিন্ন ধরনের আউট কাম বেজ অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য।"

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান এবং বিশেষ অতিথি হিসেবে ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ফরহাদ আলী ও সুমিত কুমার পাল এবং প্রভাষক রুনা আক্তার জ্যোতি ও সমাজকর্ম বিভাগের ইমরুল কবির। এতে সভাপতিত্বে ছিলেন কোর্স ইন্সট্রাক্টর প্রভাষক রাশেদুল ইসলাম।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]